ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিভিন্ন রুটে ১৫% মূল্যছাড়

5 February 2025
দ্য বাংলাদেশ মনিটর এর আয়োজনে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ৬-৮ ফেব্রুয়ারি পর্যটন বিষয়ক মেলা “ঢাকা ট্রাভেল মার্ট” অনুষ্ঠিত হবে। মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘এয়ারলাইন পার্টনার’ হিসেবে অংশগ্রহণ করবে।
মেলা উপলক্ষে সম্মানিত যাত্রীদের জন্য ১০টি রুটে মূল ভাড়ার উপর ১৫% মূল্যছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৬-৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মেলা থেকে অথবা বাংলাদেশে অবস্থিত বিমানের নিজস্ব সেলস সেন্টারসমূহ থেকে যে সকল সম্মানিত যাত্রী উক্ত ১০টি রুটের টিকেট ক্রয় করবেন তারা মূল ভাড়ার উপর ১৫% মূল্যছাড় পাবেন। শিডিউলে থাকা যে কোন তারিখের টিকেট উক্ত মূল্যছাড়ে ক্রয় করা যাবে।
মূল্যছাড় প্রাপ্তির ক্ষেত্রে যাত্রীদেরকে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করতে হবে অর্থাৎ রাউন্ড ট্রিপ টিকেটের ক্ষেত্রে যাত্রার শুরু বাংলাদেশ থেকে হতে হবে।
বি.দ্র. মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে র‌্যাফেল ড্রয়ে ফ্রি টিকেট জেতার সুবর্ণ সুযোগ।