১০ ফেব্রুয়ারি ২০২৫
তারিখ থেকে যে সকল যাত্রী উমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা অন্য যেকোন ভিসায় সৌদি আরব
গিয়ে উমরাহ করবেন অথবা ভ্রমণ করবেন তাদের কে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ
করতে হবে।
সম্মানিত যাত্রীদেরকে
যাত্রার তারিখ হতে কমপক্ষে ১০ দিন পূর্বে বাধ্যতামূলকভাবে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া
মেনিনজাইটিস ভ্যাকসিন (Quadrivalent Neisseria Meningitis Vaccine) গ্রহণ করতে হবে।
তবে ১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেয়ার প্রয়োজন নেই। ভ্যাকসিন গ্রহণের
পর ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং উক্ত সার্টিফিকেটে অবশ্যই নিজের পরিচয়,
ভ্যাকসিনের নাম, ধরণ ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ আছে কিনা তা দেখে নিতে
হবে। বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে অন্যথায়
তিনি সৌদি আরব গমন করতে পারবেন না।
মেনিনজাইটিস প্রতিরোধক
দুই ধরনের ভ্যাকসিন রয়েছে। Meningococcal quadrivalent (ACYW-135) polysaccharide
vaccine গ্রহণ করলে ৩ বছর এবং Meningococcal quadrivalent (ACYW-135) conjugated
vaccine গ্রহণ করলে ৫ বছর পর্যন্ত ভ্যাকসিন সনদটি কার্যকর থাকবে। অর্থাৎ যারা যাত্রার
তারিখ হতে বিগত ৩ বছরের মধ্যে polysaccharide vaccine গ্রহণ করেছেন অথবা যারা যাত্রার
তারিখ হতে বিগত ৫ বছরের মধ্যে conjugated vaccine গ্রহণ করেছেন তাদের আর নতুন করে ভ্যাকসিন
গ্রহণের প্রয়োজন নেই তবে অবশ্যই ভ্যাকসিন গ্রহণের সনদটি সাথে রাখতে হবে এবং ভ্যাকসিন
সনদে অবশ্যয় নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরণ ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে
উল্লেখ থাকতে হবে, নতুবা তা গ্রহণযোগ্য হবে না।
সরকার কর্তৃক অনুমোদিত
সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে উক্ত ভ্যাকসিন গ্রহণ করা যাবে।