১১ জানুয়ারি ঢাকা-যশোর-ঢাকা রুটে বিমানের একটি অতিরিক্ত ফ্লাইট

4 January 2025

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দের ফিরতি যাত্রাকে সুন্দর ও উপভোগ্য করার লক্ষ্যে ১১ জানুয়ারি ২০২৫ তারিখ ঢাকা-যশোর-ঢাকা রুটে একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১১ জানুয়ারি বিজি-৪৬৭ ঢাকা থেকে ১৮:৪৫টায় যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ফিরতি ফ্লাইট যশোর থেকে ২০:০০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।  

উল্লেখ্য, ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে ৪ দিন রবি, সোম, মঙ্গল ও শুক্রবারে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করে ১৬:০০টায় এবং যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ১৭:১৫টায়।

সম্মানিত যাত্রীগণ বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, কলসেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব টিকেট কাউন্টার অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন।