মাত্র ২৭৯৭ টাকায় ঘুরে আসুন সিলেট অথবা চট্টগ্রাম

16 December 2024
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সম্মানিত যাত্রীবৃন্দদের জন্য বিশেষ মূল্যছাড় দিচ্ছে। বিমানের বৃহৎ ও সুপরিসর উড়োজাহাজসমূহের অভ্যন্তরীণ যাত্রীগণ নামমাত্র মূল্যে সিলেট ও চট্টগ্রাম ভ্রমণ করতে পারবেন। ইকোনমি ক্লাসের ভাড়া শুরু হবে মাত্র ২০২৪ টাকা থেকে (ট্যাক্সসহ মাত্র ২৯৯৯ টাকা)। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য থাকবে বিধায় দ্রুত আপনার টিকেটটি সংগ্রহ করুন। বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এবং মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড bgdeal24 ব্যবহার করে মূল ভাড়ার উপর আরও পাচ্ছেন ১০% ডিসকাউন্ট, অর্থাৎ ২৭৯৭ টাকায় ঘুরে আসুন সিলেট অথবা চট্টগ্রাম।